স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১০ম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই আসরের খেলে ছিলেন বর্তমান ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ফাস্ট বোলার কাটার মুস্তাফিজুর রহমান। বর্তমানের মতো সেই আসরেও বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়মিতই বিব্রত করে গেছেন মুস্তাফিজ।
২০১৪ সালের যুব বিশ্বকাপে মুস্তাফিজ ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। বুধবার বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০১৬ সালের যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই একের পর এক বিস্ময় সৃষ্টি করে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তার উত্থান। পরের ম্যাচে ৬ উইকেট নিয়ে নিজেকেই ছাড়িয়ে যান তিনি। আর বছর শেষে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশেও স্থান করে নিয়েছেন তিনি।
২৭ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস