বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ০৭:২৭:২৪

দুই খেলায় হাসান মাহমুদ ম্যাচসেরা, মুশফিক সিরিজসেরা নির্বাচিত

দুই খেলায় হাসান মাহমুদ ম্যাচসেরা, মুশফিক সিরিজসেরা নির্বাচিত

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন। আয়ারল্যান্ডকে ১০১ রানে ধ্বসিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয়ের মূল কারিগর পেসার হাসান মাহমুদই।৩২ রানে ৫ উইকেট শিকার করা এই পেসার তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।

অন্যদিকে সিরিজসেরার পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আগের ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১৪৪ রান। স্ট্রাইরেকট ১৬৭.৪৪!

রানের হিসেবে মুশফিকের চেয়ে এগিয়ে ছিলেন লিটন দাস। তিন ম্যাচে তিন ইনিংস খেলে এই ওপেনার করেছেন দুই ফিফটিসহ ১৪৬ রান। তবে তার গড় ৭৩। স্ট্রাইকরেটও মুশফিকের চেয়ে কম, ১০৪.২৮।

তাই সিরিজসেরার পুরস্কারটি উঠেছে মুশফিকের হাতে। মুশফিক আবার উইকেটের পেছনেও ছিলেন দুরন্ত। সবমিলিয়ে তিনি এগিয়ে গেছেন সিরিজসেরার লড়াইয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে