বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ০৯:৫৫:৫৮

অনেক প্রশ্নের উত্তর আছে এই ছবিতে!

অনেক প্রশ্নের উত্তর আছে এই ছবিতে!

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে সদ্যই ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তখন আনন্দের বন্যা। প্রতিপক্ষ যদিও 'ছোট দল', তবু সিরিজ জয় বলে কথা। 

ক্রিকেটার, কোচ, বোর্ড কর্মকর্তারা একে অন্যকে জড়িয়ে ধরছেন, অভিনন্দন জানাচ্ছেন। চলছে ফটোসেশন। অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠান শেষে সিরিজ জয়ের ট্রফি নিয়ে ফটোসেশন হবে। সেই পর্বেই কালের কণ্ঠের আলোকচিত্রীর ক্যামেরায় বন্দি হলেন দুই সুপারস্টার। অনেক প্রশ্নের উত্তর আছে এই ছবিতে!

চ্যাম্পিয়ন লেখা ব্যানারের একদিকে তারা দুজনেই পাশাপাশি দাঁড়িয়েছেন। হাত দিয়ে 'ভি' চিহ্ন দেখাচ্ছেন। হয়তো কাঁধে হাতও রেখেছিলেন। অথচ, এই তো সেদিন এই সাকিব আল হাসান আর তামিম ইকবালকে নিয়ে কতই না তোলপাড় হলো দেশের ক্রিকেটে। 

তাদের মাঝে নাকি ব্যাপক দ্বন্দ্ব। সেইসঙ্গে এই দুজনকে ঘিরে ড্রেসিংরুমে গ্রুপিংয়ের কথাও নিজ মুখে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও পরে তিনি একাধিকবার বলেছেন যে, সাকিব-তামিমের দ্বন্দ্ব তিনি দেখেননি; মিডিয়ায় শুনেছেন।

সাকিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার না করে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, এই বিষয়টি কখনই মাঠের খেলায় প্রভাব ফেলে না। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটি সিরিজে তারা সেই প্রমাণও দিয়েছেন। কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন দুজন। 

দলের সাফল্যে উদযাপনও করেছেন একসঙ্গে। একটা দলের দুই-তিনজনের মাঝে সম্পর্কের টানাপোড়েন থাকতেই পারে, তার প্রভাব মাঠে না ফেলাটাই হলো পেশাদারিত্ব। যে ক্ষেত্রে সাকিব-তামিমকে সফলই বলা যায়। সূত্র: কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে