স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর আগে ঘটে অঘটন। হতাশ দুই দেশের ক্রিকেটাররা। কয়েকদিন আগে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান।
কিন্তু এখন বিদেশের মাটিতে খোদ পাকিস্তানের ক্রিকেটারাই চমর হতাশায়। একই অবস্থা নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরও। সিরিজের দিকে দুই দেশের তীক্ষ্ণ দৃষ্টি তাদের বাড়িয়ে দিচ্ছে আরো চিন্তা। দ্বিতীয় ম্যাচটি নিয়ে এক কথায় মহাবিপদ।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। টানা দুটি ম্যাচ জয়ে সিরিজ জয়ের চিন্তা পাকিস্তানের অধিনায়ক আজহারের। কিন্তু সবকিছুই ভেস্তে যেতে যাচ্ছে। বৃষ্টির কারণে পণ্ড হওয়ার পথে দুই দেশের মধ্যেকার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।
নিউজিল্যান্ডের নেপিয়ারের আকাশে স্থানীয় সময়ানুযায়ি বিকালে শুরু হয় বৃষ্টি। আর এই বৃষ্টি দুশ্চিন্তায় ফেলেছে সংশ্লিষ্টদের।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর