বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১২:২৬:২২

নিজের অবসরে যার কাঁধে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার কথা বললেন মাশরাফি

নিজের অবসরে যার কাঁধে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার কথা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা আর কতদিন দেশের হয়ে খেলবেন? এই প্রশ্নের সৃষ্টি করেছেন মাশরাফি বিন মুর্তজা নিজেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়ক মনোনীত করেছে।

এর পরে বেশ আলোচনা যোগ করেছেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি এক সাক্ষাৎকারে জানান রহস্যর নানা দিক নিয়ে। মাশরাফি বলেন, আমার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কাউকে অবশ্যই দায়িত্ব দিবে।

নতুন কাকে দেয়া হবে এই বিষয়ের ব্যাখ্যা উঠে আসে মাশরাফির কন্ঠে। ২০১৬ সালের এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিবি মনোনীত অধিনায়ক মাশরাফি গুনগান গান সাবিক আল হাসানের।

তিনি বলেন, ২০০৯ সালে আশরাফুলের পর অধিনায়কত্ব পাই আমি। আমার অসুস্থতার পরে সাকিব দেশের নেতৃত্ব পায়। তখন আমি ওকে দেখেছি।

মাশরাফি যোগ করেন সাকিব নিজে যেমন ভালো খেলেছেন তেমনি দলের সাফল্য বয়ে এসেছেন। জাতীয় দলের পারফেক্ট সেনাপতি পরিস্কার করেন যে তার পরে সাকিব আল হাসানই দেশকে নেতৃত্ব দেয়ার দাবিদার।

বাংলাদেশ ক্রিকেট টিমের নেতৃত্ব দেয়া খুবই কঠিন কাজ উল্লেখ করে সাকিবের প্রতি তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে নেতৃত্ব দেয় তবে তাকে তা গ্রহণ করা উচিত।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে