স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে উড়িয়ে দেয় বাংলাদেশের ক্রিকেটারা।
দক্ষিণ আফ্রিকার সবগুলো মিডিয়া টাইগারদের প্রশংসা করেছে। টাইগাররা বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ জয় পায়। দক্ষিণ আফ্রিকার মিডিয়ার ন টপ নিউজ এখন যুবাদের দাপটের প্রসঙ্গ।
এই আসরে বাংলাদেশ শিরোপা জয়ের দিক থেকে এগিয়ে বলেও উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী গণমাধ্যম স্পোর্টস টোয়েন্টিফোর। বাংলাদেশের নাজমুল হাসান শান্তর কাছে দক্ষিণ আফ্রিকা পরাজিত হয় বলে উল্লেখ করে পত্রিকাটি।
বাংলদেশের বোলার মিরাজ, সাইফ ও শাওনের বন্ধনা দেশটির মিডিয়ায়। পত্রিকাটির ভাষ্য, এ গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালের বাধা দূর করে।
নামিবিয়া ও স্কটল্যান্ডকে বাংলাদেশের সহজ প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকার ওপেনার মাইল স্মিথ সেঞ্চুরি করলেও বাংলাদেশের অলরাউন্ড ণৈপুণ্যর কাছেই হেরেছে দক্ষিণ আফ্রিকা বলে দবি এই গণমাধ্যমের।
হারের পর ডি জর্জির বক্তব্যর বিষয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, জর্জি আশা প্রকাশ করেছেন পরের ম্যাচগুলো নিয়ে। হারের বিষয়ে জর্জি বলেন, এই ম্যাচে আমরাই ফেবারিট ছিলাম।
বাংলাদেশ বড় কোনো টার্গেট দাঁড় করতে পারেনি। তবে আমরা দ্রুত উইকেট হারাই। আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাত ফসকে ছুটে যেতে থাকে।
ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া টাইগার নাজমুল হাসানের বক্তব্যও প্রকাশিত হয় দক্ষিণ আফ্রিকার স্পোর্টস টোয়েন্টিফোরে। নাজমুল হাসান শান্তর বক্তব্যর বিষয়ে বলা হয়, শান্ত এই জয়েই খুশি নন।
শান্ত বলেছেন, আমাদের সামনে আরো লক্ষ্য রয়েছে। আমরা কেন কমপক্ষে আরো ২০ রান বেশি করতে পারি নাই এটা নিয়ে আত্মসমালোচনা করাই মুখ্য। ২৪০ রানের সংগ্রহে এই জয় পাওয়াকে নিজেদের তেমন সাফল্য ভাবতেও নারাজ উদীয়মান ক্রিকেটার নাজমুল হাসান।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর