বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৩:৫১:২৬

বলের আঘাতে আহত সেই ম্যাকক্লেনাগারের জন্য দুঃসংবাদ!

বলের আঘাতে আহত সেই ম্যাকক্লেনাগারের জন্য দুঃসংবাদ!

 

 

 

স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে ঘটে অতীত দুঃখজনক ঘটনা। নিউজিল্যান্ডের বড় তারকা মিচেল ম্যাকক্লেনাগানের মাথায় সেদিন আঘাত হানে পাকিস্তানের আনোয়ার আলীর ছোড়া বল।

হেলমেট পড়া অবস্থায়ই রক্তের বন্যা বয়ে যায় সেদিন। মিচেল ম্যাকক্লেনার চোখে আঘাত পান। দক্ষিণ আফ্রিকার এই তারকার জীবনে যেন কাল নেমে এল!

এর মাঝে আবার ম্যাকক্লেনাগারের ভক্তদের ধরনের দুঃসংবাদ দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডও। পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

যেখানে এর আগে কিউ ক্রিকেট বোর্ড জানায়, কয়েকদিন পরেই দলে যোগ দিবেন মিচেল। কিন্তু চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। চোখের হাড় ভেঙে যাওয়া মিচেলের অপারেশন খুবই জটিল একটি প্রক্রিয়া বলে জানান চিকিৎসকরা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড দলে রাখা হয়নি তাকে।

শুক্রবার অপারেশন হওয়ার কথা রয়েছেন মিচেলের। নিউজিল্যান্ডের কোচ মাইক হিসন গণমাধ্যমকে জানান, তাকে সুস্থ হয়ে উঠতে বেশ সময় নিতে হবে।

চিকিৎসকরা তার অপারেশনকে জটিল প্রক্রিয়া বললেও তিনি বলেছেন, আমরা আশা করছি বড় কোনো সমস্যা হবে না। আগামী ৮ মার্চ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

হিসন আশা প্রকাশ করে জানান, এই আসরের আগে সুস্থ হয়ে উঠবেন ব্রেন্ডন ম্যাককালামের এই সতীর্থ। প্রসঙ্গত, গত সোমবার পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে ৩১ রান নিয়ে ব্যাট করার সময় বাম চোখে আনোয়ারের বলে আঘাত পান মিচেল।

ব্লিডিং হতে থাকে। পরে তাকে হাসপাতালে নেয় হয়। কবে কখন তিনি সুস্থ হয়ে উঠবেন এই অপেক্ষায় ভক্তরা।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে