স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে পরাজয় বরণ করে আফগানিস্তান যুবারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নাভিদ ওবাইদের (০)- ইনসান উল্লাহকে (১) হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। এরপর দ্রুত আর করিম জান্নাত (২৭) বিদায় নিলে চাপ আরো বেড়ে যায়।
তবে চতুর্থ উইকেটে ইকরাম ফাইজি আর তারিক ৬৯ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ইকরাম ১৯ রান বিদায় নিলেও তারিক তুলে নেন অর্ধশত।
তবে ম্যাচটিতে যে বিষয়টি সবার নজর কেড়েছে সেটি হলো তারিক স্তানিকজাই ব্যাক্তিগত ফিফটি তোলার পর আল্লাহর দরবারে সেজদায় পড়ার দৃশ্যটি। পরে অবশ্য ৫৩ রানে বিদায় নেন তিনি। যার ফল স্বরুপ একদিনের ম্যাচে মাত্র ১২৬ রানেই থেমে যায় আফগানদের ইনিংস।
উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও ব্যাট হাতে নিজেকে ভালোই প্রমাণ দেন তারিক।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর