স্পোর্টস ডেস্ক: গেইল মানেই চার-ছক্কার ফুল ঝুড়ি। যেখানে হাই-ভোল্টেজ টুর্নামেন্ট সেখানে তার উপস্থিতি। সম্প্রতি বিগ ব্যাশ সিরিজ শেষে ইংল্যান্ডের আরেকটি টি-টোয়েন্টি ব্লাস্ট লীগের সমারসেটের হয়ে খেলার জন্য ফের চুক্তিবদ্ধ হলেন ক্রিস গেইল।
এবার মাত্র ৬ ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ১লা জুন জুনে সাসেক্সের বিপক্ষে প্রথম ও ১৯ জুন শেষ ম্যাচ খেলবেন হ্যাম্পশায়ারের বিপক্ষে।
এর আগে তিন মওসুম সমরাসেটে খেলে গেইল করেন ৩২৮ রান। কিন্তু ফের তাকে দলে নেয়ার ব্যাপারে অনেকের সন্দেহ ছিল। কারণ, এক নারী সাংবাদিককে সরাসরি ‘ডেটিং’ প্রস্তাব দিয়ে সমালোচনার মুখে পড়েন। এতে তার ক্লাবকে ৪,৯০০ পাউন্ড জরিমানা করা হয়। এতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ইয়ান চ্যাপেল গেইলকে বিশ্বব্যাপী নিষিদ্ধের দাবি তুলেছিলেন।
কিন্তু তার আহ্বানে আপাতত কেউ সাড়া দেয়নি।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর