স্পোর্টস ডেস্ক: আগামী কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগাতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। কালকের এ ম্যাচটি জিতলেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হয়ে যাবে ধোনি বাহিনীর। ভারত ইতিমধ্যে এ সিরিজের ১-০ এগিয়ে রয়েছে। তাই সিরিজ জেতার লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে টিম ইন্ডিয়া।
সফরকারী ভারত এ সিরিজে ১-০ এগিয়ে থাকলেও সিরিজ জেতার স্বপ্ন দেখছে স্বাগতিকরাও। কারণ এর আগে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে জিতে নিয়েছে অজিরা। তাই এ সিরিজ জয়ের লক্ষে নিয়ে উভয় দল নিজেদের একাদশের কম্বিনেশন ঝালিয়ে নিচ্ছে।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে বেশ পরিবর্তন হতে পারে। গ্লেন ম্যাক্সওয়েলের ফেরাটা প্রায় নিশ্চিত। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ বিশ্রাম পাচ্ছেন। মেলবোর্নে তাই খেলছেন না তারা। ট্রাভিস হেড ও ক্রিস লিন তাই লাইফ লাইন পাচ্ছেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস