বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:১৫:৩২

অবশেষে বিয়ের পিঁড়িতে ভারতের সুইং সুলতান ইরফান

অবশেষে বিয়ের পিঁড়িতে ভারতের সুইং সুলতান ইরফান

স্পোর্টস ডেস্ক: গত বছর জুড়ে বেশ কয়েকজন ভারত দলের খেলোয়াড় বিয়ে করেছেন। সর্বশেষ চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভারতীয় দলের পেসার রোহিত শর্মা।

এবার ভারতীয় দলের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠানও বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, আসছে ফেব্রুয়ারিতে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন দেশটির সাবেক সুইং সুলতান ইরফান।

একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন ইরফান।কনের নাম সাফা।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর ইরফান সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবনকে প্রচারের আলোর বাইরে রেখেছেন। তাই বিয়ের প্রস্তুতির ব্যাপারে মুখ খুলতে চাননি তাঁর পরিবারের লোকজনও।

ইরফানও খবরের সত্যতা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। কিন্তু এবিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে বিবৃতি দেবেন। ইরফানের এক ঘনিষ্ট জানিয়েছেন, বিয়ের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পাঠান পরিবার কনে ও তার বোনের জন্য হিরের নেকলেসেরও অর্ডার দিয়ে দিয়েছে। সুরাটের এক গহনার দোকান থেকে হিরের নেকলেস ছাড়াও অন্য গয়না আসবে বলে জানা গেছে। সুরাটের ওই গহনা ব্যবসায়ীর দোকান থেকেই ইরফানের দাদা ইউসুফ পাঠানের বিয়েতে। সূত্র : এবিপি আনন্দবাজার

২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে