স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টার্গেট বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ ইস্যুতে বড় ধরনের দুঃসংবাদ এসেছে টাইগার টিমে। বিভিন্ন সময় বিশ্বের বড় বড় ক্রিকেটাররা নিষিদ্ধ হয়ে ছিটটে পড়েন।
আর এবার সেই তোপ বাংলাদেশ ক্রিকেট টিমের উপর! তারকা থেকে একটি তারকা খসে যাওয়ার মত খবর দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইসিসি।
যুববিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। আর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা এক টাইগার ক্রিকেটারকে পরের ম্যাচ গুলোতে পাচ্ছে না বাংলাদেশ।
এই ম্যাচে নিয়ন্ত্রিত বল করা সঞ্জিত সাহাকে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এখন আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির ল্যাবে শুদ্ধি পরীক্ষার জন্য যেতে হবে সাহাকে।
এখানের ফলাফল না আশা পর্যন্ত কোনো ধরনের ম্যাচে মাঠে নামতে পারবেন না এই উদীয়মান অলরাউন্ডার। ২০১৬ সালের শুরুতেই বাংলাদেশ যখন কাপ জয়ের টার্গেটে বাঘের মত প্রভাব দেখাচ্ছে তখন এই দুঃখ জনক বার্তা বাড়তি চিন্তা যোগ করেছে দেশের ক্রিকেট পরিবারে।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর