স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের এক মহানায়কের উক্তি এটি। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেকে তারকা মানতে নারাজ।
বীর ও টাইগার কিছুই মানতে চাননা বাংলাদেশের এই ক্রিকেট নক্ষত্র। মাশরাফিকে তারকা বলা হলেই রেগে ওঠেন তিনি। তিনি বলেছেন, তারকা আমরা নই, তারকা হচ্ছেন ডাক্তাররা।
এই ডাক্তার বলতে তিনি কিন্তু চিকিৎসকদের কথা বলেননি। এ কথার ব্যাখ্যায় মাশরাফি বিন মুর্তজা বলেছেন ডাক্তার হলেন লেবাররা। তারা দেশ গড়ছে তাই তারাই ডাক্তার।
পরে তিনি বলেন, আমরা তারকা হয়ে কি করেছি? একটি ইটওতো তৈরি করতে পারিনি এমনকি ক্রিকেট দিয়ে এটা তৈরি করা সম্ভবও নয়। মাশরাফিকে নিয়ে লেখা বইয়ে রয়েছে এসব তথ্য।
ওই বইয়ের লেখককে দেয়া লম্বা সাক্ষাৎকারের অংশ বিশেষ হলো তার এসব উক্তি। মাশরাফি সে সাক্ষাৎকারে আরো বলেন, খেলার মাঠে একটি ধানও জন্মে না। ক্রিকেটাররা ধান ফলানোর কাজ করে না। যারা মাঠে ধান ফলায় তারাও তারকা।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর