স্পোর্টস ডেস্ক: গত বছর জুন মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন কাটার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৫০ রানে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট।মোট কথা হলো সেই সিরিজের মুস্তাফিজের অসাধারণ বোলিংয়ে ভারতের বিপক্ষে প্রথম বারের মতো সিরিজ জেতে নেন টাইগাররা।
যে ভারতকে প্রতিপক্ষ পেয়ে বাংলাদেশি এই পেসার আজ কাটার মুস্তাফিজ নামে ভক্তদের মাঝে পরিচিত। সেই মুস্তাফিজ আবারো ভারতকে প্রতিপক্ষ হিসেবে মাঠে পাচ্ছেন। তবে এবার ওয়ানডে ম্যাচে ভারতকে পাচ্ছেন না কাটার। পাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টির এশিয়া কাপে।এশিয়া কাপের প্রথম ম্যাচেই ভারত বিপক্ষে মাঠে নামবে মাশরাফি-সাকিব-মুশফিক-মুস্তাফিজরা। সব কিছু ছাপিয়ে হয়তো জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ, টাইগারভক্তদের প্রত্যাশা এমনটাই।
খুলনায় টাইগাররা এখন এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছেন। দেখা যাক, ভারতের বিপক্ষে কাটার মুস্তাফিজ কয়টি কাটার মারতে পারেন।
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। বাংলাদেশের বাকি ম্যাচগুলো ২৬, ২৮ ফেব্রুয়ারি ও ২ মার্চ।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস