স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার সাথে তাঁর সম্পর্কটা ১৫ বছরের। আর ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্প্যানিশ এই ক্লাবটিতেই থাকতে চান লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর বলেছেন, তাঁর জীবনের একমাত্র ক্লাব বার্সেলোনাই। এই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে তাঁর নেই।
এ কথা জানান পর বার্সেলোনার ঘর শূন্য করে নিওলেন মেসিকে তিনবার রিয়াল মাদ্রিদ নিতে চেয়েছিল। ২০১১ সালে প্রথমবার মেসিকে প্রস্তাব দিয়েছিল রিয়াল। পরে ২০১৩ ও ২০১৫ সালে আরও দুইবার মেসি রিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু রিয়ালকে হতাশ করে প্রতিবারই মেসি না করে দিয়েছেন।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস