স্পোর্টস ডেস্ক: কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ৩-১ গোলে জেতে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে বার্সেলোনার ৫-২ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে তারা। প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল মেসি- নেইমার এই ক্লাবটি।
মাঠে ১১ তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এর পর অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি লুইস এনরিকের দল। তবে ৫৩ তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে স্কোরলাইন ১-১ করে বার্সেলোনা। পরে জেরার্দ পিকে ও নেইমারের গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
আথলেতিকের বিপক্ষে সুয়ারেসের করা বার্সেলোনার সমতাসূচক গোলটি ছিল কাতালুনিয়ার ক্লাবটির হয়ে এ মৌসুমে তার ৩০তম গোল।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস