স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের প্রথম দিনেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জিতে দেশের মানুষদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন যুব টাইগার টিমের।মেহেদী হাসান মিরাজের দল ভক্তদের ভালবাসার পাশাপাশি পাচ্ছেন সিনিয়র টাইগারদের ভালবাসও
সিনিয়র টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সঙ্গে অনেকটা সময় কাটিয়ে যুব দল জানতে পেরেছে দেশের হয়ে বিশ্বকাপে খেলাটা কতটা গর্বের। সঙ্গে রয়েছে চাপও। মাশরাফি তাই ভাইদের সাবধান করে দিয়েছেন।
নিজের অভিজ্ঞতার কথা শুনিয়ে বলেছেন, এটাই তোমাদের জন্য এগিয়ে যাওয়ার মঞ্চ। বাস্তবের মাটিতে পা রেখে, খেলাটা উপভোগ করো। একদিন সিনিয়র জাতীয় দলের জার্সির স্বপ্নটাই তোমাদের এগিয়ে নিয়ে যাবে।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস