বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১০:৪৩:২৩

অভিষেক ম্যাচেই আইসিসির চোখে পড়লেন হার্দিক

অভিষেক ম্যাচেই আইসিসির চোখে পড়লেন হার্দিক

স্পোর্টস ডেস্ক: আন্তার্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে উইকেট নিয়ে অতিরিক্ত আগ্রাসন দেখানোর কারণে আইসিসির চোখে পড়লেন ভারতীয় তরুণ পেসার হার্দিক পাণ্ডিয়া।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম আন্তর্জাতিক উইকেট নিয়ে অতিরিক্ত আগ্রাসন দেখান তিনি। ইনিংসের ১৬ তম ওভারে ক্রিস লিনের উইকেট নিয়ে আগ্রাসন দেখান পাণ্ডিয়া৷ যা আইসিসি-র ‘কোড অফ কন্ডাক্ট’ লঙ্ঘন করে৷ ম্যাচ রেফারি জেফ ক্রো’র কাছে দোষ স্বীকার করে নেন ভারতের তরুণ পেসার৷ কিন্তু ২.১.৭ ধারায় লেভেল ওয়ান অফেন্সে সতর্ক হন তিনি।

শুক্রবার মেলবোর্নে তিন ম্যাচ টি-টোয়েন্টি ১-০ এগিয়ে দিকে সিরিজ জেতার জন্য মাঠে নামবেনে ধোনি বাহিনী। কিন্তু আগেই দলের সতর্ক করে দিয়েছেন আইসিসি৷
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে