বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ১১:৫১:৪৫

‘উইকেট নেয়ার লাইসেন্স পাবেন কাটার মুস্তাফিজ’

‘উইকেট নেয়ার লাইসেন্স পাবেন কাটার মুস্তাফিজ’

আল-আমিন শিবলী:বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকেই যে আলো ছড়ানো শুরু করেছেন তার মাত্রা দিনকে দিন বেড়েই চলছে। তাতে মনে হচ্ছে ভবিষ্যতে মুস্তাফিজুর রহমান উইকেট নেওয়ার লাইসেন্স পেয়ে যেতে পারেন।

গত বছরের এপ্রিলে ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় মুস্তাফিজের। সেই ম্যাচে তিনি শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের উইকেট নিয়েছিলেন। সেই অভিষেকের টি-টোয়েন্টিতে শহিদ আফ্রিদি, ওয়ানেডেতে রোহিত শর্মা এবং টেস্টে হাশিম আমলাকে দিয়ে উইকেটের খাতা খোলেন মুস্তাফিজ।

এরপর জুন মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মুস্তাফিজ রহমান। প্রথম ম্যাচে ৫০ রানে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। তারপর মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে উড়িয়ে গিয়ে ক্রিকেটবিশ্বে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মতো দল।  

অভিষেকের পর থেকে মুস্তাফিজ ক্রিকেট মাঠে যেভাবে রেকর্ড গড়ছেন। তা দেখে মুস্তাফিজকে পেতে এখন ক্রিকেটবিশ্বে অনেক ঘরোয়া লিগ জাল পেতে আসে। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট লিগ (পিসিএল)এবং ইন্ডিয়ান সুপার লিগ(আইপিএল)।

তারা মুস্তাফিজকে প্রথম সুযোগেই মোটা অংকের টাকায় দেবে বলে শুনা যাচ্ছে। যদিও মুস্তাফিজকে সেখানে খেলার ছাড়পত্র দেবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এমনটি অাবাস আসছে। আর যদি মুস্তাফিজকে বিসিবি থেকে দেশের বাইরে এ দুইটি লিগ খেলতে অনুমতি দেওয়া হয়ে। তাহলে এটি নিশ্চিত যে, ভবিষ্যতে উইকেট নেওয়ার লাইসেন্স পাবেন তিনি।      

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলে মুস্তাফিজের উইকেট সংখ্যা ৪০টি। যার মধ্যে দুই টেস্টে ৪ উইকেট ও ৯ ওয়ানডে ২৬ উইকেট এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০ উইকেট পেয়েছেন ২০ বছর বয়সী বাংলাদেশি এই পেসার।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে