স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় ৪ বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলহারা ফার্নান্দো। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে রেখেছে শ্রীলঙ্কা।
সর্বশেষ ২০১১ সালের ২৫ নভেম্বর জাতীয় দলের টোয়েন্টি২০ ক্রিকেটে খেলেছিলেন ফার্নান্দো। পাকিস্তানের বিপক্ষে আবুধাবির ওই ম্যাচের পর আন্তর্জাতিক টোয়েন্টি২০ ম্যাচে তাকে আর দলে ডাকেনি শ্রীলঙ্কা।
৩৬ বছর বয়সী ফার্নান্দো ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করার কারণেই আবার সুযোগ পেয়েছেন। যদিও আন্তর্জাতিক টোয়েন্টি২০ ম্যাচে তার সফলতা তেমন নেই। ১৭ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি আর ব্যাট হাতে তার সংগ্রহ ২৪ রান।
২৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস