স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যদি বুনো ওল হয়, তা হলে অশ্বিনও বাঘা তেঁতুল। অজি-ব্যাটসম্যানরা তাঁকে টার্গেট করলে করুক, অশ্বিনের হাতেও রয়েছে অন্য অস্ত্র।
টি টোয়েন্টির বল গড়ানোর আগেই অস্ট্রেলিয়া শিবির নিজেদের স্ট্র্যাটেজি স্থির করে ফেলেছিল। গোড়া থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ করবেন স্টিভ স্মিথরা। তবুও প্রথম টি টোয়েন্টিতে শেষ হাসি হেসেছে ভারত। দ্বিতীয় টি টোয়েন্টির আগে রবিচন্দ্রন অশ্বিন পালটা দিলেন।
অজি শিবিরের উদ্দেশ্যে ভারতীয় অফ-স্পিনারের বার্তা, অজি ব্যাটসম্যানদের মারমুখী ব্যাটিংয়ে তিনি মোটেও ভীত নন। স্মিথদের প্যাভিলয়নে ফেরানোর রাস্তাও ভালই জানা অশ্বিনের। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অশ্বিনও দেখিয়ে দেবেন, তার হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র।
অশ্বিন বলছেন, ‘‘এটা ব্যাটসম্যানদের টুর্নামেন্ট। বল ঠিক জায়গায় রাখতে হবে। বেসিকটা ঠিক রাখতে হবে। প্রত্যাবর্তনের পর আমি এখন আত্মবিশ্বাসী। আমি পরিকল্পনা স্থির করে ফেলেছি। সেই মতোই বল করছি।’’ অশ্বিনের প্রহেলিকার উত্তর অজি-ব্যাটসম্যানদের কাছে রয়েছে কি না, সেটাই দেখার।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি