বিনোদন ডেস্ক : টেস্ট এবং ৫০ ওভারের ক্রিকেটে যদি বিশ্বের সেরা দলের নাম উল্লেখ করতে হয়, তবে উত্তর দেওয়ার জন্য কোনও পুরস্কার থাকছে না। নিঃসন্দেহে সবাই অস্ট্রেলিয়ারই নাম করবেন। পাঁচটি বিশ্বকাপ জেতা ছাড়াও, দীর্ঘদিন ধরেই টেস্টে এক নম্বর দল হিসেবে আসীন ছিল ব্যাগি গ্রিনরা। কিন্তু ক্রিকেটের আধুনিকতম ফরম্যাটে তাদের সাফল্য নেই একেবারেই।
টি-২০ বিশ্বকাপ বেশ কটি আসর হয়ে গেলেও, একবারও ট্রফি যায়নি প্রশান্ত মহাসাগরের পারে। এবং আগামী দিনে ঢুকবে কি না, তা নিয়েও নিশ্চিত নন শেন ওয়াটসন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি–২০ ম্যাচ খেলতে নামার আগে ওয়াটসন বলে দিলেন, টি–২০–তে কাজটা অনেক কঠিন। ‘টি–২০ খেলাটা খুব একটা সহজ কাজ নয়। বিশ্ব টি–২০ ছাড়া সেভাবে এই ফরম্যাটের গুরুত্ব আছে বলেও আমি মনে করি না। শুধুমাত্র দেশের গর্ব এবং সম্মানের কথা ভেবেই খেলতে হয়’, বলেছেন ওয়াটসন।
এমনকী টি–২০–কে কটাক্ষ করে তিনি বলেন, ‘এখানে কোনও .ব্যঙ্কিং নেই এবং উত্তেজনা নেই। এটা স্রেফ নিখাদ একটা বিনোদন। অনেক বিনোদন পাওয়া যায় এই খেলায়।’ ওয়াটসন নিজে এই ফরম্যাটের অন্যতম দক্ষ খেলোয়াড়। নিয়মিত আইপিএল খেলেছেন। ফলে ভারতীয় পিচের সঙ্গে বেশ পরিচিত তিনি।
তা সত্ত্বেও জানাচ্ছেন, টি–২০ বিশ্বকাপে ঠিকঠাক দল নামাতে বেগ পেতে হবে অসিদের। ‘বিশ্বকাপের আগে বেশ কয়েকজন নিউজিল্যান্ডে যাচ্ছে। তারা হয়ত যাবে না ভারতে। তাছাড়া বিশ্বকাপের আগে কেউ সেভাবে একত্র হয় না। কে কেমন খেলে, কীভাবে দলে আসবে, অভিজ্ঞ ক্রিকেটার দলে নেওয়া হবে কি না, এ–সব ঠিক করা বেশ কঠিন।’
তবে ওয়াটসনের সতীর্থ ওয়ার্নার অবশ্য সিরিজ নিয়ে বেশ সিরিয়াস। ভারতীয় স্পিনারদের ঠিক করে খেলতে পারলেই জয় আসবে, এমনটাই মত ওয়ার্নারের। ‘এডিলেডে অশ্বিন এবং জাদেজার ৮ ওভারে আমরা ৫০–এর বেশি রান তুলতে পারিনি। উল্টে ৪ উইকেট হারিয়েছি। এই বিষয়গুলিতে আরও নজর দিতে হবে।’
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি