শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১১:০৬:২৫

মাশরাফির প্রশ্ন-সাকিব, তোর বাচ্চা কখন দেখাবি?

মাশরাফির প্রশ্ন-সাকিব, তোর বাচ্চা কখন দেখাবি?

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ও মাশরাফির মধ্যে হয় কথোপকথন। প্রায় তিন মাস হয়ে গেল সাকিব আল হাসানের বাচ্চার বয়স। কিন্তু একটি বারের জন্যও সাকিবের বাচ্চার মুখ দেখতে পারেনি মাশরাফি এমনকি জাতীয় দলের অন্যকোনো ক্রিকেটার।

সাকিব আল হাসানের মেয়ের ছবিও এ পর্যন্ত দেখতে পারেনি কেউ। অবশ্য একটি গুজবের ছড়াছড়ি হয়। অন্য একজনের বাচ্চাকে সাকিবের মেয়ে বলে নেটভূবনে একটি অপপ্রচার চালায় কয়েকটি গ্রুপ।

সাকিব আল হাসান এতে ক্ষুব্ধ হয়েছিলেন। একই সাথে শিশিরও এ ধরনের প্রচারনা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। যাইহোক সাকিবের মেয়ে অব্রি হাসানের মুখ দেখা হয়নি অসংখ্য ভক্তদের।

মাশরাফি বিন মুর্তজা সাকিবের কন্যার মুখ দেখতে ব্যাকুল। তিনি বলেছেন, তোর (সাকিব) মেয়ে কখন দেখাবি। তোর অবস্থাটা আমি বুঝি। আমার তো দুটি বাচ্চা আছে। ওদের রেখে খেলতে হয়।

তোর কি কষ্ট হয় সেটাও বুঝি। সাকিব বলেছেন, এশিয়াকাপের সময় দেখতে পাবেন। তখন ওর মা ওকে নিয়ে আসবে।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে