শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১২:১১:২১

আইসিসির ষড়যন্ত্রের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভারত!

আইসিসির ষড়যন্ত্রের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ভারত!

স্পোর্টস ডেস্ক : বিদেশের মাটিতে নয় বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের আসর। বাংলাদেশ দলের কোচ ও আইসিসির প্রতিনিধিরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বিশ্বকাপ চলার সময়ে দুর্দান্ত পারফর্ম করা এক টাইগার ক্রিকেটারের বিষয়ে।

সে প্রসঙ্গ নিয়ে যখন দেশের ক্রিকেটে তোলপাড় তখন যুক্ত হয়েছে অন্য প্রসঙ্গও। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে টপ ফেবারিট বলছে আন্তর্জাতিক মিডিয়াও।

ভারতীয় টিমের চেয়ে বাংলাদেশ টিম সার্বিক বিবেচনায় বেশ শক্তিশালী। কিন্তু এখন ঘুরে ফিরে আলোচনায় ভারত। গত বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের বিপক্ষের ম্যাচে কি হয়েছিল সেটি সবারই জানা।

ওই ম্যাচটি ছিল বাংলাদেশের পক্ষে। ষড়যন্ত্রের ম্যাচে সেদিন হেরে যায় বাংলাদেশ। যুবাদের বিশ্বকাপ চলার সময় হাজির হয়েছে সে প্রসঙ্গ। সঞ্জিত সাহা সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮ টি ম্যাচ খেলে ২৬ টি উইকেট শিকার করেছেন।

নিয়ন্ত্রিত বোলিংয়ের মূল হাতিয়ার তিনি। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছেন তিনি। আইসিসির প্রতিনিধিরা তার বোলিং অ্যাকসনে ত্রুটি খুঁজে পান।

কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান কেন খুঁজে পাননা কোনো ত্রুটি? আয়নাটি একই রকম কেন হলো না? এই বিষয়টি নিয়ে আসর চলাকালেই সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে এরই মধ্যে এক পা দিয়েছে বাংলাদেশ। দলের উপদেষ্টা স্টুয়ার্ট মনে করনে নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করে সেফিফাইলে যাবে বাংলাদেশ।

তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভারত। এ গ্রুপ থেকে বাংলাদেশ আর ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ান হয়ে ভারতের কোয়ার্টার ফাইনালে উঠে আসার সম্ভাবনা প্রবল।

ল’য়ের চিন্তা এখন ভারতকে নিয়ে। বাংলাদেশ এগিয়ে থাকলেও এই ধরনের গুরুত্বপূর্ণ আসরে কি নেমে আসে এটা নিয়ে চিন্তা তার। কোরও দোষ আবিষ্কার করতে চাননি তিনি।

দলের টেকনিক্যাল উপদেষ্টা শুধু বলেছেন বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে ভারত। যাইহোক সাহাকে হারানোর দায় দিতে হবে বাংলাদেশের ক্রিকেটকেই।

ভারতের বিপক্ষেও মাঠে নামা হবে না সঞ্জিত সাহার। বিসিবির কর্মকর্তাদের বিশ্বাস সাহা আইসিসির শুদ্ধি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিগগিরই মাঠে নামতে পারবেন। বিসিবি কর্মকর্তাদের কথা সত্য হলেও সাহার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ বললেই চলে! ভারতের বিপক্ষের ম্যাচই এখন  টাইগারদের মুল ভাবনায়!
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে