শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ১২:৪৭:০২

বিশ্বকাপে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে ইংল্যান্ড

বিশ্বকাপে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বুধবার সকালে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিশাল সংগ্রহের পথে হাঁটে শুরু থেকেই।

চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে দুইদেশের লড়াইয়ে অবাক হওয়ার মতও একটি ঘটনা ঘটে ম্যাচের শুরুতে। টস জয়ের পর ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ইংল্যান্ডের লরেঞ্চ ও হোল্ডেন।

দলীয় রান যখন ৪৩ তখন হোল্টেন বিদায় নেন মাত্র চার রান করে। ব্যাটিংয়ে নামার পর লরেঞ্চের ব্যাটিং সম্পর্কে ধারনা পাওয়া যায় এখান থেকেই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সপ্তম ম্যাচে লরেঞ্চ করেন ৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান ৫৯। টেইলর করেন এই রান। বার্টলিট ৪৮ ও বারহাম করেন ৪৪ রান। অন্যদের মধ্যে ৩৯ রান করেন কুরান।

৫০ ওভার খেলা শেষে সাত উইকেট হারিয়ে ২০১৪ সালে শিরোপা জয়ী ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৮২। ওয়েস্ট ইন্ডিজকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। নিয়ন্ত্রিত বল করার দিক থেকে ক্যারিবীয়দের মধ্যে কাউকেই সফল বলা যায় না।

তবে পোপ ২টি, পল ১টি, স্পিরিঙ্গার ১টি, ফ্রিইউ ১টি ও জোসেফও ১টি উইকেট পান। এখন ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নামবে ঐতিহ্যবাহী ক্যারিবীয় যুবারা।
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে