শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০১:২০:০৮

অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, সীমা ছাড়িয়েছেন কোহলি

অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, সীমা ছাড়িয়েছেন কোহলি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের ক্রিকেটার স্টিভেন স্মিথের মধ্যে হয় স্লেজিং। দুই দেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত।

ভারতের দেয়া বিশাল টার্গেটের জবাবে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ম্যাচের একটা সময় ব্যাট করেন স্টিভেন স্মিথ। বল করেন রবীন্দ্র জাদেজা।

ওয়ানডে ম্যাচে ভারতকে কাঁদিয়েছেন এই স্টিভেন স্মিথই। টি-টোয়েন্টি ম্যাচে স্মিথকে দ্রুত আউট করার জন্য মরিয়া ছিল ভারত। রবীন্দ্র জাদেজা সঠিক কাজটি করলেন।

স্টিভেন স্মিথ বল তুলে দেন কোহলির হাতে। মাত্র ২১ রানে আউট হয় অস্ট্রেলিয়ার মূল ব্যাটসম্যান। পরে বুনো উল্লাসে মেতে ওঠেন বিরাট কোহলি।

হাতের মুঠি দিয়ে তিনি কি যেন ইঙ্গিত করেন কোহলির দিকে। যার অর্থ দাঁড়ায় সুযোগে সঠিক কাজটাই করে দেখিয়েছি। কিন্তু কোহলির এমন উল্লাসেই আপত্তি স্টিভেন স্মিথের।

ম্যাচ শেষে স্টিভেন স্মিথ বলেছেন, কোহলি সীমা ছাড়িয়ে গেছেন। সে ম্যাচে অনেক বাড়াবাড়ি করেছেন। ফক্স স্পোর্টসকে স্মিথ এই বিষয়ে বলেছেন, ব্যাটসম্যান আউট হয়ে গেলে কোনো ফিল্ডারের এমন আচরণ করা উচিত নয়।

মাঠে মজার কিছু হতে পারে কিন্তু কোহলি যেটা করেছেন সেটা কিছুতেই ঠিক হয়নি বলে মনে করেন স্টিভেন সিম্থ। প্রসঙ্গত, কোহলিকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়।

এর আগে অসি ক্রিকেটার ওয়ার্নার ও জেমস ফকনারের সাথে স্লেজিংয়ের ঘটনা ঘটে। ভারতীয় ক্রিকেটার অশ্বিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন কোহলির এমন আচরণ নিয়ে আমাদের ড্রেসিংরুমে ব্যাপক আলোচনা হয়। ম্যাচ শেষে ড্রেসিংরুমের চিত্র পাল্টে যায়।  
২৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে