 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ এখনো রয়ে গেছে আর্জেন্টাইনদের মধ্যে। সেটা আসলে এত দ্রুত কাটারও কথা নয়। এর মধ্যেই আরেকটি বিশ্বকাপের তোড়জোড় শুরু করে দিয়েছে ফিফা। আজ উন্মোচন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের লগো। একই দিনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের এই বিশ্বকাপ নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
২০২৬ সালে মেসির বয়স হয়ে যাবে ৩৮ বছর। সেই বয়সেও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কি না। আর্জেন্টিনার ফুটবল কর্তারা এ নিয়ে কী ভাবছেন বা মেসিকে তারা ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছেন কি না—এমন এক প্রশ্নের উত্তরে তাপিয়া ওলেকে বলেছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’
তাপিয়া এখানেই থামেননি। তিনি বলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তার, যেগুলো সত্যিই তার মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, তোমার সময় শেষ।'
মেসিকে নিয়ে এরপর এএফএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’