শনিবার, ২০ মে, ২০২৩, ১২:১১:৩৫

আজ ম্যাচ ভেস্তে গেলেও কোন অঙ্কে প্লে অফে নাইটরা?

আজ ম্যাচ ভেস্তে গেলেও কোন অঙ্কে প্লে অফে নাইটরা?

স্পোর্টস ডেস্ক : প্লে অফে যেতে গেলে দুই দলের কাছে মরণ বাঁচন ম্যাচ এটা। তবে এটাতে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। বর্তমানে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস কোনও দলই প্লে অফের টিকিট পাকা করতে পারেনি। কোন দল যাবে পরের রাউন্ডে তা নিশ্চিত করতে মুখোমুখি হবে দুই দল। 

শনিবার সাড়ে সাতটা নাগাদ ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হচ্ছে। এই ম্যাচটা দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরের রাউন্ডে KKR-কে যেতে গেলে লখনউকে বড় ব্যবধানে পরাস্ত করতে হবে, অন্যদিকে প্লে অফে যেতে গেলে লখনউয়ের কাছেও জয় ছাড়া রাস্তা নেই।

একদিনে মরণ বাঁচন ম্যাচে যখন নামছে দুই দল সেই সময় চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই কলকাতায় চলছে বৃষ্টি। আজও সেটা রয়েছে, জানা গিয়েছে বিকেলের দিকে হতে পারে বৃষ্টি। ফলে ব্যাঘাত ঘটবে ম্যাচে। ফলে কোনও দলই চাইছে না বৃষ্টি হোক। কারণ এতে কোনও দলেরই লাভ হবে না।

দিনের বেলায় কলকাতায় রয়েছে রোদ। আর বিকেলের দিকে বৃষ্টি, সঙ্গে রয়েছে ঝড়। গতকালও বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেননি প্লেয়াররা। ঢেকে রাখা হয়েছিল মাঠ। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে বৃষ্টিতে ঢেকে রাখা মাঠের ছবি শেয়ার করে। বৃষ্টি হলে স্লো হবে পিচ ও আউটফিল্ডও ভেজা থাকবে, যা দুই দলের কাছেই সমস্যার।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা কম। তবে সন্ধ্যার দিকে আকাশ মেঘলা থাকবে, এবং রাতেরদিকেও আবহাওয়া একই থাকবে। বিকেলের দিকে ঝড় হতে পারে। তারপর হবে বৃষ্টি।

ম্যাচ ভেস্তে গেলে কী হবে? ইডেন গার্ডেন্সের আউটফিল্ড বরাবরই ফাস্ট। তবে জল বেরনোর সমস্যা রয়েছে। ফলে যদি আউটফিল্ড ভিজে যায় তাহলে সমস্যা বাড়বে। আর আউটফিল্ড ভেজা থাকলে ম্যাচ রেফারিরা ম্যাচ বাতিল করতে পারেন। ম্যাচ যদি বাতিল হয় তাহলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে।

সুযোগ রয়েছে KKR-এর? বর্তমানে KKR-এর পয়েন্ট ১২। ম্যাচটা জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। আর যদি ড্র হয় তাহলে পয়েন্ট হবে ১৩। ফলে প্লে অফে যেতে গেলে KKR-কে জিততেই হবে, সঙ্গে নেট রান রেট বাড়াতে বড় ব্যবধানে হারাতে হবে লখনউ সুপার জায়ান্টসকে।

সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলতে নেমে ১৭২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে রান তাড়া করতে নেমে ১০.৩ ওভারে মাত্র ৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। ১১২ রানে জয়লাভ করে বিরাট কোহলিরা। চলতি IPL-এ এটা সবথেকে বড় ব্যবধানে জয়। অতীতেও রাজস্থান রয়্যালস বড় ব্যবধানে হেরেছিল। ২০১৯ সালের ৩০ এপ্রিল বেঙ্গালুরুতে RCB-র বিরুদ্ধে ৩.২ ওভারে ৪১ রানে শেষ হয়েছিল রাজস্থানের ইনিংস। অর্থাৎ ২০১৯ সালের পর ২০২৩ সালে একই ছবি দেখা গেল।

২০১৮ সালের এপ্রিল মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ৬ ওভারে ৬০ রান করে শেষ হয়ে গিয়েছিল দিল্লির ইনিংস (দিল্লি ডেয়ারডেভিলস)। ২০১৭ সালের মে মাসে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫.২ ওভারে ৪৮ রানে শেষ হয়ে গিয়েছিল KKR-এর ইনিংস। সেটা ছিল নাইটদের ইতিহাসে অন্যতম কম রানের ইনিংস।

২০১৭ সালের এপ্রিল মাসে KKR-এর বিরুদ্ধে ৯.৪ ওভারে ৪৯ রানে শেষ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। ম্যাচটা হয়েছিল ইডেন গার্ডেন্সে। ২০১৪ সালের মে মাসে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৪.২ ওভারে মাত্র ৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস।

অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে লখনউ ভালো জায়গায় রয়েছে। তারা এই ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে। আর যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে ১৬ পয়েন্ট পেয়ে ভেসে থাকবে প্লে অফের লড়াইয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে