স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ৩৬তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ অসের। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি।
ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকারা। ব্রাজিলীয় তারকা নেইমার দলে নেই আরো আগে থেকেই। চোটের কারণে তার মৌসুমই শেষ হয়ে গেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘এ’ ও স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপার ফয়সালা এখনো হয়নি। তবে আজকের ম্যাচে জিতলে লিগ শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে পিএসজি।
চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।
অন্যদিকে পিএসজির আজকের প্রতিপক্ষ অসের রয়েছে তালিকার ১৬ নম্বরে।