বুধবার, ২৪ মে, ২০২৩, ০৩:০৩:৫৮

মাহমুদউল্লাহ দলে থাকলে দল সমৃদ্ধ হবে: মিরাজ

মাহমুদউল্লাহ দলে থাকলে দল সমৃদ্ধ হবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডার আরও বলেছেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ ও তাওহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা পারফর্ম করায় আত্মবিশ্বাস বেড়েছে দলের।

এদিকে বাজে সময়ে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সমর্থন পেয়েছেন বলেই ফর্মে ফিরতে পেরেছেন নাজমুল হোসেন শান্ত। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন মিরাজ।

মিরাজ সময় সংবাদকে বলেন, ‘যেহেতু বিশ্বকাপের জন্য সামনে সেভাবে আর সময় নেই, সেহেতু প্রস্তুতি নিচ্ছি।’ মাহমুদউল্লাহর বিষয়ে মিরাজ বললেন, ‘তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। দলের প্রয়োজনের মুহূর্তে এমন অভিজ্ঞতা কাজে লাগে। ফলে তিনি দলে থাকলে দল সমৃদ্ধ হবে।’

গুঞ্জন রয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তাদের বিদায়ের মঞ্চটি স্মরণীয় করতে প্রস্তুত রয়েছেন সংশ্লিষ্ট সবাই। হতে পারে সেটি ভারতের বিশ্বকাপ আসরেই। 

এ বছর স্বস্তি রয়েছে টাইগার শিবিরে। সাকিব-মুশফিকদের ওপর অতি নির্ভরতা কমেছে। সাম্প্রতিক সিরিজগুলোতে পারফর্ম করেছেন শান্ত-হাসানের মতো ইয়াংরাও। তাই বেড়েছে দলের আত্মবিশ্বাস।

ঢাকা প্রিমিয়ার লিগে সাড়ে পাঁচশ রান করা আফিফ হোসেনের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বেড়েছে। তবে এখনও স্পষ্ট নয় মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বোর্ডের অবস্থান। ডিপিএলে পাঁচশ'র বেশি রান করা এই এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনারকে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলেও নিয়মিত ম্যাচ খেলানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

ফলে ৭ নম্বরে স্পিনিং অলরাউন্ডার রোলের জন্য অলিখিত এক প্রতিযোগিতা যে চলছে, তা বলাই যায়। অক্টোবরে শুরু হওয়ার কথা বিশ্বকাপ। এর আগে বাংলাদেশের আপাতত ভাবনা আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়েই। তবে এই সিরিজেও মাহমুদউল্লাহ সুযোগ পাবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে