শুক্রবার, ২৬ মে, ২০২৩, ০৭:২২:০৪

আফ্রিদি নিজেই জানালেন তার ব্যাটার হয়ে ওঠার রহস্যের কথা

আফ্রিদি নিজেই জানালেন তার ব্যাটার হয়ে ওঠার রহস্যের কথা

স্পোর্টস ডেস্ক : এই সময়ে পাকিস্তানের এক নম্বর পেস তারকা বলা হয় শাহিন শাহ আফ্রিদিকে। তার ওপর অনেকটাই নির্ভর করে দল। ইদানীং ব্যাট হাতেও লোয়ার অর্ডারে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে আফ্রিদিকে। কয়দিন আগেই ৩৬ বলে ৫ ছক্কায় ৫২ রান করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।

অথচ এর আগে আফ্রিদির ৩০ ছোঁয়া ইনিংসও ছিল না। তাহলে কিভাবে বদলে গেলেন আফ্রিদি? পাকিস্তানি পেসার নিজেই জানিয়েছেন তার ব্যাটার হয়ে ওঠার রহস্যের কথা।

শাহিন শাহ আফ্রিদির শ্বশুর শহিদ আফ্রিদি বিধ্বংসী ব্যাটার হিসেবে ক্রিকেট দুনিয়ায় পরিচিত ছিলেন। চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়টায় শ্বশুর শহিদ আফ্রিদির সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেই ব্যাটার হয়ে উঠেছেন শাহিন।

তারপর পিএসএলে দেখিয়েছেন নিজের ব্যাটিং কারিশমা। ফাইনালে তো ৭ নম্বরে নেমে ১৫ বলে ৫ ছক্কায় অপরাজিত ৪৪* রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দেন। পরে বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে ১ রানের রোমাঞ্চকর জয় এনে দেন।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিন জানালেন, ব্যাটিং নিয়ে শ্বশুরের সঙ্গে কাজ করার সুফল তিনি পাচ্ছেন।

শাহিনের ভাষায়, 'হ্যাঁ, তার সঙ্গে কাজ করার প্রভাব তো আছেই। আমি ও লালা (শহিদ আফ্রিদি) শট অনুশীলন করেছি অনেক, কিভাবে শেষের ওভারগুলোয় বড় শট খেলতে হয়। আমার ব্যাট সুইং নিয়েও খানিকটা কাজ করেছি। টি-টোয়েন্টিতে তার যে অভিজ্ঞতা, এতটা আর কারো নেই। তার সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা ছিল দারুণ।অনেক শিখেছি আমি।'

শাহিন আরো বলেন, 'ব্যাটিং আমার সব সময়ই ভালো লাগত, সেই অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের দিনগুলো থেকেই। এবার যখন চোটে পড়লাম, তখন ব্যাটিং নিয়ে কাজ শুরু করলাম, কারণ বোলিং করতে পারছিলাম না। পুনর্বাসনের জন্য যখন ইংল্যান্ডে এলাম, তখন ব্যাটিং নিয়ে অনেক খেটেছি। 

আমার কাছে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বোলিং। তবে বোলিং যদি কোনো দিন ভালো না হয়, ব্যাট হাতেও অবদান রাখতে চাই। ব্যাটিংয়ে না পারলে অন্তত ফিল্ডিংয়ে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে