শনিবার, ০৩ জুন, ২০২৩, ০৪:২৮:৫২

জেনে নিন, ভারতকে বছরে কত মিলিয়ন ডলার দেবে আইসিসি?

জেনে নিন, ভারতকে বছরে কত মিলিয়ন ডলার দেবে আইসিসি?

স্পোর্টস ডেস্ক: আইসিসি কয়েক দিন আগেই ২০২৪-২৭ তাদের লভ্যাংশ বন্টনের একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে। যে প্রস্তাব অনুযায়ী ভারতীয় বোর্ড আইসিসির থেকে ৩৮ শতাংশ লভ্যাংশ পাবে। 

যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সহ বিভিন্ন সহযোগী দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা প্রকাশ করেছে। তবে এতো বিতর্কের মাঝেও ভারতের পাশেই দাঁড়াল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।

ইসিবির সিইও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রিকেটের উন্নয়নে ভারতের যা ভূমিকা, তাতে আইসিসির ভারতকে এই ৩৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব তারা পূর্ন সমর্থন করছেন।

ইসিবির সিইও রিচার্ড গুল্ড জানিয়েছেন, ক্রিকেটের প্রসার এবং তার উন্নয়নে ভারত বিশেষ ভূমিকা পালন করছে। সারা বিশ্বে বিভিন্ন দেশেই তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। তা সে এশিয়ার হোক কিংবা ইউরোপ, আমেরিকার দেশগুলো। সব জায়গাই ভারতের অগ্রণী ভূমিকা রয়েছে। 

ফলে আইসিসি ভারতকে ৩৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি কোন অসুবিধা দেখছেন না। নতুন প্রস্তাব অনুসারে ভারতের ৩৮.৫ শতাংশ লভ্যাংশ পাওয়ার কথা। ফলে ২০২৩-২৭ এই চার বর্ষে ভারতের আয় হবে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।

যেখানে ইসিবি আয় করবে ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার। তারপরেই রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের আয় হতে চলেছে ৩৭.৫৩ মার্কিন ডলার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয় হওয়ার কথা ৩৪.৫১ মিলিয়ন মার্কিন ডলার।

ফাইনাল ওয়ার্ড পডকাস্টে গুল্ড বলেছেন, ‘আপনাদের দেখতে হবে মূল আয়টা কোথা থেকে আসছে। আয়ের মূল উৎস দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই লভ্যাংশ বন্টন এর প্রস্তাবিত সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত। 

বন্টনের শতকরা হারে একটু অদল বদল হতেই পারে তবে এই মুহূর্তে দারুণ এক শক্তিশালী পজিশনে ভারত রয়েছে। তার কারণ ওরা বিপুল আয় তৈরি করতে পারে। বিপুল লাভ করার ক্ষমতা রাখে। খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। খেলাটার উন্নতি ঘটাতে পারে। 

এরপর আপনি বন্টনের শতকরা ভাগ দেখে বলতেই পারেন যে, এটা ঠিক হয়নি। সবাইকে সমান ভাগ দেওয়া উচিত। তবে আমাদের এর পাশাপাশি ভারতীয় বাজারের আকারকেও মাথায় রাখতে হবে। বিপুল পরিমাণ আয় এই বাজার থেকে হয়। 

তাই আমার মনে করি এই প্রস্তাবিত বন্টনের সিদ্ধান্তে কোনও রকম কোনও সমস্যা রয়েছে। ভারত যেমন নিজের দেশের মাটিতে সিরিজ খেলে টাকা আয় করে দিচ্ছে, তেমন তারা জানে তারা বিদেশে খেলতে গেলেও তাদেরকে নিয়ে কেমন উৎসাহ, উদ্দীপনা থাকে। আমার মতে এই বিষয়টি মাথায় রেখেও গোটা বিষয়টি পর্যালোচনা করা উচিত।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে