রবিবার, ০৪ জুন, ২০২৩, ১১:০৪:১০

ভাবিকে ধ'র্ষণের দায়ে অভিযুক্ত আইপিএল তারকা

ভাবিকে ধ'র্ষণের দায়ে অভিযুক্ত আইপিএল তারকা

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মঞ্চে প্রতিভার ছড়াছড়ি। ভারতের কোটিপতি লিগের একটা ম্যাচ খেলে রাতারাতি শিরোনামে আসেন অনেক ক্রিকেটার। শুধু ভারতেই নয়, বিদেশেও আইপিএলের জনপ্রিয়তা তুমুল। 

এই লিগে যে তরুণ ক্রিকেটাররা খেলার সুযোগ পান, তারা নিজেদের ভাগ্যবান মনে করেন। সম্প্রতি আইপিএলে খেলা এক নামী বোলার ফের শিরোনামে। মাঠে দুরন্ত পারফরম্যান্সের জন্য নয়, মাঠের বাইরের এক কাণ্ডে। ওই ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। 

যদিও ঘটনাটি চার বছর আগের। ওই বোলারের ভাবির দাবি, ওই ক্রিকেটার ও তার ভাই মিলে তাকে ধ'র্ষ'ণ করেছেন। সূত্রের খবর, সেই ক্রিকেটার যে ফ্র্যাঞ্চাইজির সদস্য সেই দল ১৬তম আইপিএলের প্লে অফেও খেলেছে। ধ'র্ষ'ণে অভিযুক্ত ওই ক্রিকেটারের বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে।

এ বারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর আইপিএলের প্লে অফে উঠেছিল যে চারটি দল গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। 

সূত্রের খবর, ধ'র্ষ'ণে অভিযুক্ত ওই বোলার গুজরাট, চেন্নাই, মুম্বাইয়ের সদস্য নন। এমনও জানা যাচ্ছে, ওই বোলার গতবছরের আইপিএলের পর দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, যে মহিলা আইপিএলে খেলা নামী এক বোলারের বিরুদ্ধে ধ'র্ষ'ণের অভিযোগ তুলেছেন, তিনি উত্তরপ্রদেশের বেনারসের বাসিন্দা। কর্মসূত্রে ওই মহিলা এক পুলিশ কর্মী, প্রয়াগরাজের একটি থানায় কর্মরতা। 

নি'র্যা'তিতা জানান, ২০১৮ সালে বেনারসে বৌদ্ধ রীতি অনুযায়ী তার বিয়ে হয়েছিল। অভিযুক্ত অর্থাৎ ওই মহিলার স্বামী দিল্লি পুলিশে কর্মরত। শুধু তাই নয় নি'র্যা'তিতা জানিয়েছেন, তাকে জানানো হয়নি যে অভিযুক্ত ব্যক্তি আগে আর একটি বিয়ে করেছিলেন। 

ওই অভিযোগকারী মহিলাকে বিয়ের কয়েকদিন পরই পনের জন্য চাপ দেওয়া শুরু হয়। নিয়মিত অ'ত্যা'চারও করা হত। সেই অ'ত্যা'চার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে যান তিনি। এরপর ২০১৯ সালে তার স্বামী এক অনুষ্ঠানের অছিলায় তাকে বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন।

সেখানে আইপিএলে খেলা ওই ক্রিকেটার তাকে ধ'র্ষ'ণ করেন। পুরো বিষয়টি স্বামীকে জানালে তাকে মা'রধ'র করা হয়। শুধু তাই নয় তার তিন বছরের ছেলের ধর্ম বদলের জন্য চাপ দেওয়া হয়। 

যা সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নিয়েছেন ওই মহিলা। তদন্তকারী পুলিশ অভিযোগকারিনী এবং অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনেনি। বলা হয়েছে, তদন্তের পরই সবকিছু জানানো হবে। তবে সূত্রের খবর ক্রিকেটারের নাম মহসিন খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে