রবিবার, ০৪ জুন, ২০২৩, ১২:৫৬:৪৫

আল হিলালেই যাচ্ছেন মেসি: স্প্যানিশ মিডিয়া

আল হিলালেই যাচ্ছেন মেসি: স্প্যানিশ মিডিয়া

স্পোর্টস ডেস্ক: চলতি মরশুমের শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। শনিবার ফরাসি ক্লাবের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী ফুটবলার। এই ম্যাচ দিয়েই পিএসজির সঙ্গে দু'বছরের সম্পর্কের ইতি ঘটবে মেসির।

সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়? সেটা নিয়ে চলছে আলোচনা। তবে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, শেষপর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও হবে খুব শীঘ্রই। ৬ জুন মেসির সইয়ের বিষয়ে নাকি আনুষ্ঠানিক ঘোষণা করবে আল হিলাল। আর্জেন্টাইন তারকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাব। 

এদিকে বার্সেলোনার কোচ জাভির দাবি, বার্সাতেই ফিরবেন মেসি। শুক্রবার তিনি বলেন, 'মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত। এই ব্যাপারে কোনও কিছুই বদলায়নি। আমাদের এখনও সুযোগ আছে, আমরা ওকে চাই। ওকে আবার ফেরাতে আমরা প্রস্তুত।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে