রবিবার, ০৪ জুন, ২০২৩, ০১:১৫:০৯

খেলার মধ্যে মারামারি, মাঠেই ফুটবলারের মৃত্যু

খেলার মধ্যে মারামারি, মাঠেই ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: রোববার জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতার খেলা চলাকালীন মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এই ঘটনায় আহত এক খেলোয়াড়কে চিকিৎসকরা ‘ব্রেন ডেড' বলে ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় ফ্রান্স থেকে প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করা দলের ১৬ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পুলিশ এক বিবৃতিতে মঙ্গলবার (৩০ মে) জানিয়েছে, খেলা শুরুর বাঁশি বাজার পর খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ১৫ বছর বয়সী এক খেলোয়াড়ের মাথায় বা গলায় আঘাত লাগলে সে লুটিয়ে পড়ে। মাঠে জরুরি চিকিৎসা করার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। 

পরে চিকিৎসকরা তাকে ব্রেন ডেড বলে ঘোষণা করেন। বার্লিন ও ফ্রান্স থেকে আসা দুটি দলের মধ্যে খেলাটি চলছিল। কোনও ব্যক্তি ঐ ঘটনার ভিডিও করে থাকলে তা পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে