স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হাতে ইতিহাস গড়েছেন এক বোলার। বিশ্বকাপের শিরোপা জয় নিয়েও ঘটতে পারে অঘটন। ভারত ও নেপালের ক্রিকেট যুদ্ধের পর পরিষ্কার হবে বিষয়টি।
শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় নেপাল মাঠে নামে আয়্যারল্যান্ডের বিপক্ষে। ইতিহাস গড়ার ম্যাচে ক্রিকেটশৈলী দেখায় এশিয়ার সহযোগী দেশ নেপাল। নেপালের বোলার সন্দীপ ল্যামিচানে গড়েন বিশ্বরেকর্ড।
নিজের চতুর্থ ও ম্যাচের ৩২ তম ওভারে হ্যাট্টিক করেন তিনি। সন্দীপ ওই ওভারের শেষ তিন বলে ৩ জন আইরিশ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান। এর মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথম কোনো বোলার হিসাবে হ্যাট্টিক করেন তিনি।
সন্দীপ তার চতুর্থ বলে আইরিশ ব্যাটসম্যান লরকান টুকারকে আউট করেন। টুকার ক্যাস তুলে দেন মিড উইকেটে থাকা দিপেন্দ্র সিংয়ের হাতে। ৫ম বলে আউট করেন এ্যাডাম ডেনিসনকে।
উইকেটরক্ষকের হাতে কটবিহাইন্ড হন ডেনিসন। তার ওই ওভারের শেষ বলে স্টাম্প উড়ে যায় ফিয়েচরা টুকারের। সন্দীপের হ্যাট্টিকের ম্যাচে বড় জয়ে আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে নেপাল। বড় বড় জয়ের সুবাধে এরই মধ্যে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছে নেপাল।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর