শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৪:০৩:৩৪

তহবিল সংগ্রহে ম্যারাথন দৌড়

তহবিল সংগ্রহে ম্যারাথন দৌড়

স্পোর্টস ডেস্ক: মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ হাতে নিয়েছে।

গতকাল (শুক্রবার) ব্যাংকটির কর্মকর্তারা তহবিল সংগ্রহে এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করে।

২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংক কর্মীরা মানবতার কল্যাণে এ ম্যারাথন আয়োজন করে আসছে।

ব্র্যাক ব্যাংকের এই সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিুসল হক। আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন। সারাদেশ থেকে আগত ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা দৌড়ে অংশ নেন।

এই ম্যারাথন দৌড় শুরু হয় সকাল ৭ টায়। ব্র্যাক ব্যাংক ও বিভিন্ন ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ৪ হাজার জন কর্মকর্তার অংশগ্রহণে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেন্টার পয়েন্ট থেকে শুরু হয় এই দৌড়, যা আগারগাঁওয়ের রোকেয়া সরণি দিয়ে মিরপুর রোডের শিশুমেলা থেকে আসাদ গেট হয়ে আবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।

৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে