শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৪:০৮:৩৮

আইসিসি কেন অহেতুক বাড়াবাড়ি করছে?

আইসিসি কেন অহেতুক বাড়াবাড়ি করছে?

স্পোর্টস ডেস্ক : শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে মাঠে নামার জন্য মুখিয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথের মধ্যে হয় স্লেজিং।

তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে এ নিয়ে আরো মজা করেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বিরাট কোহলির বুনো উল্লাস নিয়ে হাস্যরসের সৃষ্টি করেন ডেভিট ওয়ার্নার।

ফান করে তিনি বলেছেন, আইসিসি যা শুরু করেছে তাতে খেলার মাঠে আর আনন্দও করা যাবে না। ওয়ার্নার বলেন, আইসিসির  এত আহেতুক বাড়াবাড়ির কারণ কি?

খেলার মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য আইসিসির কড়া উদ্যোগকে তিনি কৌতুক বলে মনে করেন। তিনি বলেন,  আইসিসি কেন এত বাড়াবাড়ি করছে?

প্রসঙ্গত, অসি ক্রিকেটারদের মধ্যে স্লেজিং করার দিক থেকে এগিয়ে ওয়ার্নার। সম্প্রতি ভারতের ক্রিকেটার বিরাট কোহলি স্মিথের আউটের পরে যেভাবে উল্লাস করেছেন সে প্রসঙ্গ টেনে এসব কথা বলেছেন তিনি।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে