স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ম্যাচে বিশাল জয় পেয়েছে পাকিস্তান। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মালিকের মারকাটকাট ব্যাটিংয়ে কানাডাকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান মালিক ব্যাট হাতে ঝড় তোলেন শুরু থেকেই। আর মালিক ঝড়েই জয়ের সব আশা ছেড়ে দিতে হয় কানাডার ক্রিকেটারদের। শনিবার সকালে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং নেয় কানাডা।
পাকিস্তানের বোলিং তোপে বড় সংগ্রহ পায়নি কানাডা। সবাই মিলে ১৪৮ রান করে কানাডা। কানাডা অলআউট হয় ৪৮.৩ ওভারে। এই রানের জবাবে ব্যাট করতে নেমে প্রায় ১০ ওভার হাতে রেখে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান মালিকের ব্যাটে ছিল নজরকাড়া ঝড়। তিনি শুরুতে ব্যাট করতে নেমে দলের জয় পর্যন্ত অপরাজিত থাকেন। মালিক ব্যাটে পান ৮৯ রান।
১টি ছয় ও ৯টি চার ছিল পাকিস্তানের এই ছোট্ট মালিকের ব্যাটে। কানাডার ব্যাটসম্যানদের মধ্যে হাফসেঞ্চুরি করেন অ্যাডহিহ্যাট্টি। তিনি ৫১ রান করেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে প্রথম ম্যাচের মত শনিবারও ৩ টি উইকেট শিকার করেন হাসান মহসিন। তবে ম্যাচ সেরা হয়েছেন জিসান মালিকই। এ জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর