স্পোর্টস ডেস্ক: পৃথিবীর দামি দামি ক্লাব গুলো জার্সি বিক্রি করে কোটি কোটি টাকা অর্জন করছে। জনপ্রিয়তার বিচারে জার্সির দামও হয়ে থাকে আকর্ষনীয়। জার্সির কালার, খেলোয়াড় বিবেচনা করে মূলত ভক্তরা এটি পছন্দ করে থাকে। আর এটি ক্লাব কতৃপক্ষও সুযোগে পরিণত করে থাকে।
তবে জার্সি বিক্রির তালিকায় রিয়াল মাদ্রিদ সবার উপরে। জার্সির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। বিখ্যাত এডিডাস কোম্পানির সঙ্গে নতুন একটি জার্সি চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।
আর সেই চুক্তিতে প্রতি ক্যাম্পেইনের জন্য রিয়াল মাদ্রিদকে ১৪০ মিলিয়ন ইউরো দিবে এডিডাস।
এ বিষয়ে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদের জার্সি বাজারে সব সময়ই মূল্যবান। বিশেষ করে বিক্রির ক্ষেত্রে।’
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের রিয়ালের সঙ্গে জার্সি চুক্তি হয়েছিল এডিডাসের।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর