শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৫:১৯:০২

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গেল যে ৫ দল, বাংলাদেশের অবস্থান জেনে নিন

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গেল যে ৫ দল, বাংলাদেশের অবস্থান জেনে নিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের লড়াই। এই লড়াইয়ের চতুর্থ দিনেই হাতে এসেছে গুরুত্বপূর্ণ ফলাফল। ৫টি দেশ এই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

অসংখ্য ক্রিকেটপ্রেমীর প্রশ্ন এখন বাংলাদেশের অবস্থান কি? আর সে প্রসঙ্গ চূড়ান্ত করার জন্যই এই ছোট্ট প্রতিবেদন। এবারের যুববিশ্বকাপে অঘটন সৃষ্টি করে কোয়ার্টার ফাইনালে যায়গা করে নিয়েছে এশিয়ার হিমালন কন্যাখ্যাত দেশ নেপাল।

দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। টানা দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

এখন পর্যন্ত এ গ্রুপ থেকে কোয়াটার ফাইনাল নিশ্চিত করতে পারেনি কোনো দেশ। বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। ৩১ জানুয়ারি ম্যাচ রয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ডের।

কক্সবাজারের স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। এর পরে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে চমক দেখানো নামিবিয়ার বিপক্ষে।

দুটি ম্যাচে জয় পেলে বাংলাদেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে। আর যে কোনো একটি ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে যাবে মিরাজরা।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে