শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৬:৩৪:১৯

টাইগার দলে পাওয়া গেল আরেক শহীদ আফ্রিদিকে

টাইগার দলে পাওয়া গেল আরেক শহীদ আফ্রিদিকে

স্পোর্টস ডেস্ক: গত বুধবার থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপের প্রথম দিনের খেলায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল  ক্রিকেট দল বনাম দাক্ষিণ আফ্রিদি অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেট দল। এদিন বাংলাদেশ যুব দলে খোঁজ মিললো পাকিস্তান ক্রিকেট দলের অল রাউন্ডার শহীদ আফ্রিদির মতো এক ক্রিকেটারের। তিনি হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অল রাউন্ডার সাইফউদ্দিন।   

সেই দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের টাইগার সাইফউদ্দিন উইয়ান মুল্ডারকে বোল্ড করে যে উদ্‌যাপনটা করেছেন তা নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে।

অল রাউন্ডার শহীদ আফ্রিদি যেমন তার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোল্ড আউট করে দুই হাত দুই দিকে প্রসারিতে করে দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি গত বুধবার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান উইয়ান মুল্ডারকে বোল্ড করেই দুই হাত দুই দিকে প্রসারিতে করে দাঁড়িয়ে গেলেন টাইগার সাইফউদ্দিন।

শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শেষে সাইফের এই ধরনের উদ্‌যাপনের করার কারণ জানতে চাওয়া হলে। তিনি বলেন, ‘উদ্‌যাপনে কাউকে অনুকরণ করি না। তবে শহীদ আফ্রিদির খেলা ভালো লাগে। উদ্‌যাপনটা আমি আমার মতো করেই করি। অনেকেই বলে, উদ্‌যাপন নাকি আফ্রিদির মতো করে করি। আসলে আমি আমার মতো করেই করি।

সেই দিন মুল্ডারকে আউট করার পর অমন উদ্‌যাপনের পেছনে একটি ঘটনা ছিল। প্রোটিয়া পেস অল রাউন্ডারের সঙ্গে বেশ কথা-কাটাকাটি হয়েছিল। এই দ্বৈরথে অবশ্য বিজয়ী সাইফউদ্দিনই। ব্যাটিংয়ে মুল্ডারের ৯ বলে নিয়েছিলেন ৭ রান। তখন সাইফ তাকে আউট করে দেন।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে