স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম অভিজ্ঞ এবং মারকুটে ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকে। বাংলাদেশ সফর শেসে এলটন চিগুম্বুরা সরে দাঁড়ানোয় এতোদিন অধিনায়কের পদটি ফাঁকা ছিল। জিম্বাবুয়ের তিন ফরম্যাটের ক্রিকেটেই নেতৃত্ব দেবেন মাসাকাদজা।
বর্তমান জিম্বাবুয়ে দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ৩২ বছর বয়সী মাসাকাদজা নিজেকে প্রমাণ করেছেন। দলটির হয়ে খেলেছন ২৯টি টেস্ট, ১৬৫ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি। এছাড়া, দলের সহ-অধিনায়ক করা হয়েছে লেগস্পিনার গ্রায়েম ক্রেমারকে।
বাংলাদেশ সফরে মাসাকাদজা ছিলেন দুর্দান্ত ফর্মে। তার অন্যবদ্য ব্যাটিংয়ে সিরিজে ২-০তে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ এ সমতায় ফেরে জিম্বাবুয়ে। অথচ এর কিছুদিন আগে বাজে ফর্মের কারণে আফগানিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস