স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চলতি আসরে প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন নেপালের বোলার সন্দীপ লামিচান। আয়ারল্যান্ডকে ১৩১ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে জিতেছে নেপালের যুবারা। আয়ারল্যান্ডকে অল্প রানে গুটিয়ে দেয়ার নায়ক নেপালের বোলার সন্দীপ।
আসরের প্রথম হ্যাটট্রিক তুলে তিনি ২৭ রানে নেন ৫ উইকেট। ইনিংসের ৩২তম ওভারে সন্দীপ নিজের চতুর্থ ওভারে হ্যাটট্রিক করেন। ৩১ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল তিন উইকেটে ৭৮ রান। সন্দীপের ওই ওভারের প্রথম তিন বলে দুই রান দেন। কিন্তু চতুর্থ বলে সুইপ করতে গিয়ে লরকান টুকার মিড উইকেটে দীপেন্দ্র সিং অইরির হাতে ধরা পড়েন। পরের বলে এ্যাডাম ডেনিসন অফসাইডে স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। আর শেষ বলে ফিয়েচরা টুকারকে পরিস্কার বোল্ডে হ্যাটট্রিক করেন সন্দীপ।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস