শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:০৭:৫৯

যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করলো যারা

যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করলো যারা

স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভারত অনূর্ধ্ব-১৯ দল ক্রিকেট দল।

শনিবার কানাডার পর আফগানিস্তানকে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

এদিকে, 'ডি' গ্রুপ থেকে নেপাল ও ভারত পরপর দুই ম্যাচে জয় নিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। নেপাল জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্যদিকে ভারত ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউ জিল্যান্ডকে। তা ছাড়াও 'সি' গ্রুপে কানাডার বিপক্ষ জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে