শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৮:৫২:৫৮

ক্রিকেট জগতের সেরা ১০ সুপুরুষ

ক্রিকেট জগতের সেরা ১০ সুপুরুষ

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট জগতে এদের খ্যাতি আকাশছোঁয়া। তবে শুধু খেলাতেই নয় এ দের রূপের টানেও মেতে আছে গোটা দুনিয়া। তা বলা যায় তাদের গ্ল্যামারটা দেখে। ২২ গজে এই হ্যান্ডসম ক্রিকেটারদের দেখে কত শত সুন্দরী নারীরা তাদের রাতের ঘুম হারাম করেছেন।

এ হ্যান্ডসমরা শুধু ব্যাটে-বলেই দক্ষ নয়, বর্তমান সময়ের সেরা ১০ ক্রিকেটার যারা রূপের ঝালকে কেড়েছেন বহু মানুসের প্রাণ।

আসুন এক নজরে দেখে নিন? ক্রিকেটাঙ্গনে সেরা এই ১০ সুপুরুষ নাম। জাহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক বোলার এবং বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ব্রেট লি, মিচেল জনসন এবং শেন ওয়াটসন। দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ডানহাতি এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। এ ছাড়াও ইংল্যান্ডের কেভিন পিটারসন, শ্রীলঙ্কার কুমার সঙ্গকরা, নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম ও পাকিস্তানের অল রাউন্ডার শহীদ আফ্রিদি।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে