শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:০৮:৫২

৬ তথ্যে জেনে নিন, ভারতীয় ক্রিকেটাররা কে কি করলেন?

 ৬ তথ্যে জেনে নিন, ভারতীয় ক্রিকেটাররা কে কি করলেন?

স্পোর্টস ডেস্ক : অবশেষে কাল শেষ অস্ট্রেলিয়া সফর।  বাকি মাত্র একদিন।  ৬ তথ্যে জেনে নিন ভারতীয় ক্রিকেটাররা কে কি করলেন?  রোববারই শেষ হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

প্রথমে হলো ৫ টি একদিনের ম্যাচ।  তারপর হলো, ২ টো টি২০ ম্যাচ।  শেষ টি২০ ম্যাচটি হবে কাল সিডনিতে।  তার আগে অবশ্য দুটো প্রস্তুতি ম্যাচেও খেলেছিল।  কাল সিরিজ খতম হয়ে যাওয়ার আগে এ সফরের ক'টা টুকরো ঝলক, যা আপনার ভালো লাগবে।

১) এই গোটা সিরিজে বিরাট কোহলি ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ৬১১। গড় ৮৭.২৮। স্ট্রাইক রেট ১১৫.৯৩।

২) সিরিজে মণীশ পাণ্ডে ৫টি ম্যাচ খেলে রান করেছেন ১৬৮।  গড় ৮৪। বিরাটের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন! স্ট্রাইক রেট ১১৫.৮৬।

৩) সিরিজে রোহিত শর্মা ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ৬০৫।  গড় ৭৫.৬২। স্ট্রাইক রেট ১০১.৬৮।

৪) এই গোটা সিরিজে শিখর ধাওয়ান মোট ৯ ম্যাচ খেলে রান করেছেন ৪১২। গড় ৪৫.৭৭ এবং স্ট্রাইক রেট ১০৯.৫৭।

৫) সিরিজে মহেন্দ্র সিং ধোনি ৯ টি ম্যাচ খেলে রান করেছেন ১৪৮।  গড় ২১.১৪ এবং স্ট্রাইক রেট ১০৭.২৪।

৬) মোট ৯ টি ম্যাচ খেলে রবীন্দ্র জাদেজা সবথেকে বেশি উইকেট পেয়েছেন ভারতীয়দের মধ্যে।  তার উইকেট সংখ্যা ১১টি।
৩০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে