শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:২০:২৯

টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন কি বিতর্কিত সেই গেইল-নারিন?

টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন কি বিতর্কিত সেই গেইল-নারিন?

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন ক্রিস গেইল ও সুনিল নারিন। অনেক বিতর্ক থাকা সত্ত্বেও বিস্ময়করভাবে ডাক পেয়েছেন তারা। তবে এখন ভক্তদের প্রশ্ন টুর্নামেন্টে খেলতে পারবেন কি বিতর্কিত এ দুইজন।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ৷ ড্যারেন স্যামির দলে রাখা হয়েছে নির্বাসিত স্পিনার সুনীল নারিনকেও৷আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত নির্বাসিত সুনীল নারিন৷

সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে করেছিল আইসিসি৷ এরপর নারিনের অ্যাকশন পরীক্ষার নির্দেশ দেয় আইসিসি৷ কিন্তু পরীক্ষায় পাস না-করায় নারিনকে নিষিদ্ধ করেছে আইসিসি৷

ভারতের মাটিতে মার্চ-এপ্রিলে টি-২০ বিশ্বকাপ৷ তার আগেই নারিনকে পরীক্ষায় পাস করতে হবে৷ বোলিং অ্যাকশন কোনও বদল না-আসায় নারিন ৫০ ওভারের বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন৷ এখন দেখার টি-২০ বিশ্বকাপে তিনি খেলতে পারেন কিনা?

এদিকে, গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন মারকুটো ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে এবার ঠিকই দলে যায়গা করে নিয়েছেন। টোয়েন্টি২০ ফরম্যাটে সফল ব্যাটসম্যান হিসেবে তার সুনাম আছে আগে থেকেই। তাই বিশ্বকাপে তাকে হাতছাড়া করতে চায়নি দল।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে