শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৯:৪৪

মেয়ের সেই কথা উড়িয়ে দিলেন শচীন

মেয়ের সেই কথা উড়িয়ে দিলেন শচীন

স্পোর্টস ডেস্ক: দিন কয়েক আগে রটে গিয়েছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরের মেয়ে তনয়া সারা  নাকি সিনেমায় নামছেন। কিন্তু বাবা শচীন এ খবর এক বাক্যে উড়িয়ে দিয়েছিলেন।

শচীন বলেছেন, তাতে অবশ্য তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে দিন দিন বাড়ছে এই টিনএজারের অনুরাগীর সংখ্যা। বাবার নাম যখন শচীন ঢেন্ডুলকর, স্টারডমের স্বাদ ছোটবেলা থেকেই পেয়ে এসেছেন তিনি। এখন অবশ্য নিজের ইনোসেন্ট গ্ল্যামারের ছটাতেই ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটারে নয়া আইক্যান্ডি শচীন তনয়া সারা ঢেন্ডুলকর।
৩০ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে