সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪২:২২

এক সৎ ক্রিকেটারের গল্প, শুনলে আপনিও চমকে যাবেন

এক সৎ ক্রিকেটারের গল্প, শুনলে আপনিও চমকে যাবেন

স্পোর্টস ডেস্ক: ১৯.১তম ওভারের ঘটনা। প্রোটিয়া পেসার শন হোয়াইটহেডকে মোকাবিলা করছিলেন নামিবিয়ান ব্যাটসম্যান মাইকেল  ভ্যান লিঙ্গেন। হোয়াইটহেডের এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ লুফে নিয়ে কট বিহাইন্ডের আবেদন জানান প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভ্যারাইন। এ সময় আবেদন নাকচ করে দেন ম্যাচের বাংলাদেশি আম্পায়ার এনামুল হক। কিন্তু সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন ব্যাটসম্যান লিঙ্গেন। এতে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫০/৪-এ।

এ সময় ক্রিজে তার সতীর্থ ব্যাটসম্যান লোহান লরেন্স কিছু একটা বলার চেষ্টা করেন আর সাজঘরে দলের বাকিরা হাততালি দিয়ে সাধুবাদ জানান লিঙ্গেনকে। ম্যাচ শেষে লিঙ্গেন বলেন, সতীর্থরা অনেকে বলেছেন, আম্পায়ারের সিদ্ধান্ত ছাড়া এভাবে ক্রিজ ছাড়তেন না তারা। তবে আমার খেলার ধরনটা এমনই। আমি সবসময়ই সততা রাখতে চাই। প্রকৃত ঘটনাটা আমি জানতাম। ওই সময় আমার কাছে মনে হয়েছে আমার সাজঘরে ফিরে যাওয়া উচিত। সূত্র : মানবজমিন

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে